Tipu Sultan

গুগল এলগরিদম মনিটরিং করার ১০ টি ফ্রি টুলস

আমরা যারা এসিও নিয়ে কাজ করি তারা এই গুগলের আপডেট নিয়ে বেশ ঝামেলাই থাকি , এই বুঝি আবার আপডেট নিয়ে এলো, আমার সাইটের কি হবে ? । গুগল প্রতিবছর ছোটবড় আপডেট নিয়ে আসে , গুগল সাধারণত বড় কোর আপডেট ছাড়া ছোটখাটো আপডেট নিয়ে তেমন কোন ইনফরমেশন দেয়না । গুগল আপডেট কখন আসছে বা বা পরিবর্তন হচ্ছে সেটা জানার জন্য কিছু টুলস আছে যে টুলসের সাহায্য এই ধরনের বড় ছোট সব ধরনের আপডেট মনিটরিং বা ট্রাক করতে সহায়তা করে । আজকে এই পোস্টে গুগল এলগরিদম মনিটরিং করার ১০ টি ফ্রি টুলস সম্পর্কে জানবো ।

Website Penalty Indicator

সাইটের নাম শুনেই হয়ত বুঝতে পেরেছেন এই টুলসের কাজ কি ? গুগলের নতুন কোন কোর আপডেটে আপনার সাইট পেনাল্টি খেয়েছে কিনা তা চেক করার জন্য এই ফ্রি টুলস , Website Penalty Indicator  সাইটে যান নিচের ইমেজের মত একটা ইন্টারফেস দেখতে পাবেন সেখানে আপনার website url দিয়ে কোন ডাটাবেসে খুজবে সেটা সিলেক্ট করে দিলেই ফলাফল দেখতে পারবেন ।

Website Penalty Indicator tools
Website Penalty Indicator

SERP Fluctuation

সেকেন্ড যে টুলস নিয়ে আমি কথা বলব সেটি  SERP Fluctuation এই টুলস দিয়ে আপনি গুগলের পাশাপাশি বিং এর এলগরিদম কি পরিবর্তন আসছে তা দেখতে পারবেন । এই টুলস দিয়ে আপনি সর্বশেষ মাসের পরিবর্তন একটা গ্রাফের মাধ্যমে দেখতে পারবেন

SERP-Fluctuation
SerpMatricFlux

Panguin Tool

এই টুলস দিয়েও আপনি আপনার সাইটে গুগলের কোন কোর আপডেটে হিট খেয়েছে কিনা  দেখতে পারবেন অনেকটা Website Penalty Indicator এর টুলস এর মতই  , এই টুলস ফ্রিতেই ব্যাবহার করতে পারবেন শুধু আপনার সার্চ কন্সোল এক্সেস দিতে হবে আপনাকে ।

Panguin Tool
Panguin Tool

লিংকঃ https://barracuda.digital/panguin-tool/

Semrush Sensor

বর্তমানে অনেক জনপ্রিয় একটি টুলস Semrush ,কিওয়ার্ড রিসার্চ্ , কম্পিটিটর এনালাইসিস  ব্যাকলিঙ্ক এনালাইসিস এর জন্য বেশ কার্যকরি একটি টুলস Semrush । যারা এসিও নিয়ে কাজ করে তাদের সবাই এই টুলস সম্পর্কে জানে । যদিও এটি একটি পেইড টুলস তবে আপনি ফ্রিতেই Semrush Sensor এর মাধ্যমে গুগলের আপডেট মনিটরিং করতে পারবেন। এই টুলস ১০ এর মধ্যে স্কোরিং করে থাকে যত বেশি স্কোর তত বেশি সার্পে পরিবর্তন হচ্ছে এটা বোঝায় । এই টুলস দিয়ে আপনি আপনার সাইটের personal score দেখতে পারবেন , এই টুলস জনপ্রিয়তার আরেকটি কারণ আপনি প্রায় ২৬ টার মত ক্যাটগরিতে কি পরিমানে সার্পে পরিবর্তন আসছে তা সহজেই দেখতে পারবেন

Semrush-Sensor
Semrush-Sensor

লিংকঃ https://www.semrush.com/sensor/

SEO Signals

এই টুলসের মাধ্যমে আপনি গুগলের ছোটবড় আপডেটের পরিবর্তন দেখতে পারবেন , এই টুলস প্রায় ১ লক্ষ ৭০ হাজার কিওয়ার্ড নিয়মিত মনিটর করে । এই টুলস GOOGLE RANKING VOLATILITY দেখতে পারবেন এবং কি পরিমানে সার্পে পরিবর্তন আসছে সেটাও গ্রাফের মাধ্যমে দেখতে পারবেন এবং Google algorithm changes এর স্কোর সেটাও এই টুলসে দেখা যায় । তবে এর আরও একটি সুবিধা হচ্ছে এই টুলসএ Recent Google Updates আপডেট কবে আসছে তার তারিখ সহ বিস্তারিত জানতে পারবেন ।

signal-Google-Algorithm-Change-Tool
signal-Google-Algorithm-Change-Tool

লিংকঃ https://cognitiveseo.com/signals/

Rank Ranger

Rank Ranger মূলত একটি র‍্যাঙ্ক কতটা চেঞ্জ হচ্ছে তার ডাটা গ্রাফের মাধ্যমে দেখতে পারবেন । এটি এসিও জগতে অনেক জনপ্রিয় একটি টুলস । এই টুলসের মাধ্যমে ডেক্সটপ ভার্সন মোবাইল ভার্সনে সার্পে কি পরিমানে পরবর্তন আসছে তা দেখতে পারবেন , গুগলের আপডেট মনিটর করার জন্য এটা বেশ কাজের টুলস। এছাড়া এটার Embede Code ব্যাবহার করে আপনার সাইটে Google Fluctuations Widget শো করে দেখাতে পারবেন ।

RankRanger
RankRanger

লিংকঃ https://www.rankranger.com/rank-risk-index

Google Grump

Google Grump একটি Accuranker এর একটি টুলস । এই টুলস দিয়ে আপনি দেশ ভিত্তিক ডিভাইস অনুযায়ী গুগলের আপডেট দেখতে পারবেন সাথে টাইম স্টাম সিলেক্ট করেও গুগল আপডেট সম্পর্কে জানতে পারবেন ।

GoogleGrump
GoogleGrump

লিংকঃ https://www.accuranker.com/grump

MozCast

এই টুলস  মূলত Moz.com একটি টুলস , এই টুলস দিয়েও আপনি সার্পের পরিবর্তন হচ্ছে কিনা দেখতে পারবেন তবে এটার ইন্টারফেস অন্যান্য টুলসের থেকে আলাদা

অনেকটা weather রিপোর্ট আকারে শো করে গ্রাফ , মানে গুগলের এলগরিদমে কোন প্রকার আপডেট আসছে কিনা তা তাপমাত্রা  আকারে শো গ্রাফে শো করে মানে কত ডিগ্রি তাপমাত্রা  আছে তা দেখা যদি ১০০ ডিগ্রি দেখায় তাহলে বুঝতে হবে গুগলের ঝড় চলছে , মানে এক কথায় গরম ঠাণ্ডার উপর ভিত্তি করর তাদের টুলস সাজিয়েছে ।

MozCast
MozCast

লিংকঃ https://moz.com/mozcast/

Algoroo

গুগল এলগরিদম মনিটরিং টুলসের মধ্যে এটি একটা অসাধারণ টুলস যা অন্যান্য টুলসের থেকে আলাদা , এই টুলসের আপনি অন্যান্য টুলসের মতই সার্প পরবর্তনের ডাটা দেখতে পারবেন ডিভাইস ফিল্টার করতে পারবেন তবে অন্যান্য টুলস থেকে এর ডিফারেন্স হচ্ছে কোন সাইট ডাউনে আছে কোন সাইট সার্পে এগিয়ে আছে এটি সপ্তাহ ভিত্তিক একটা রেজাল্ট দেখাবে ।

Algoroo
Algoroo

লিংকঃ https://algoroo.com/

AWR Google Algorithm Changes

সর্ব শেষ যে টুলস নিয়ে কথা বলব সেটি advancedwebranking এর একটি টুলস, এটি  গুগল এলগরিদমে কি পরিমানে পরবর্তন আসছে এটা দেখার জন্য এই টুলসটাও ভালো ফলফাফল শো করে , এই টুলসের একটি বিশেষত্ব হচ্ছে এই টুলস দিয়ে নির্দিষ্ট দেশ অনুসারে ফিল্টার করা যায় এছাড়া ডিভাইস অনুযায়ী ফিল্টার করা যায়

Advance Web Ranking
Advance Web Ranking

লিংকঃ https://www.advancedwebranking.com/google-algorithm-changes/

উপরের যতগুলো টুলস নিয়ে আমি কথা বলেছি সবগুলাই ফ্রিতে ব্যাবহার করে গুগলের এলগরিদম সার্পের পরিবর্তন দেখতা পারবেন । গুগল এলগরিদম মনিটরিং করার ১০ টি ফ্রি টুলস এর মধ্যে কোন টুলসটি আপনার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top